হার্টের স্টেন্ট বা রিং জিনিসটা আসলে কি ?

হার্টের স্টেন্ট বা রিং জিনিসটা আসলে কি ?

Published on September 20, 2025

হার্টের রিং কে বলতে হবে গত শতাব্দীর শ্রেষ্ঠ আবিস্কারগুলোর একটা।
এটা বিভিন্ন ধাতুর তৈরী যেমন স্টিলনেস স্টিল, কোবাল্ট ক্রোমিয়াম, বা প্লাটিনাম ক্রোমিয়াম এর খুবই সূক্ষ তারজালির মত, গ্রামে ছোট গাছগুলোকে রক্ষার জন্য বাঁশের তৈরি যে ঘেরাও দেয়া হয় অনেকটা তেমন আকৃতির জিনিস।
যেখানে হার্টে ব্লক হয়।ব্লক বরাবর এই জিনিসটা বসিয়ে এটার ভিতরে একটা বেলুন দিয়ে বেলুনটাকে ফুলানো হয়।ফলে রিংটা বড় হয়ে ব্লকটাকে খুলে দেয়।আর রক্ত চলাচল শুরু হয়।
দুই ধরণের রিং পাওয়া যায়।
একটাতে শুধু ধাতব পদার্থ থাকে। যেটাকে বলে বিএমএস (BMS).
আরেকটাতে ধাতুর উপরে মেডিসিন বা এন্টি প্রলিফারেটিব ঔষধ দেয়া থাকে, যেটাকে বলে ডিইএস(DES).
বেয়ার মেটেল স্টেন্ট লাগানোর পরে পুন পুন ব্লক হওয়ার ঝুঁকি থাকে।
যার জন্য বর্তমানে এধরণের স্টেন্ট লাগানোর হয় না ও বাজারপ পাওয়া যায় না।
হার্টের রক্তনালী ব্লক জনিত হৃদরোগ যার ফলে হার্ট অ্যাটাক হয়ে থাকে। এ রোগ নির্ণয়ে করোনারি এনজিওগ্রাম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
হার্টের রক্তনালী ব্লক সারানো জন্য এনজিওপ্লাস্টি একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি।
ধূমপান, রক্ত চাপ নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, রক্তে উচ্চ মাত্রার কোলেস্টেরল নিয়ন্ত্রণ, মদপান পরিহার, ওজন নিয়ন্ত্রণ এরোগ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
ভালবাসুন নিজেকে, সুস্থ রাখুন।
সচেতন হোন, সুস্থ থাকুন।
জনসচেতনতায়,
ডাঃ সোহেল ছিদ্দিকী
হৃদরোগ বিশেষজ্ঞ।